
সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
বগুড়া কাহালু উপজেলায় শীতার্ত মানুষের মাঝে লাইট হাউজের শীতবস্ত্র বিতরণ করেন, এই সময় লাইট হাউজের নির্বাহী প্রধান, মোঃ হারুন অর রশীদ এর উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হয় এই সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শাহিনুজ্জামান, ভারপ্রাপ্ত ওসি কাহালু থানা, মোঃ সেলিম উদ্দিন সাবেক চেয়ারম্যান বীর কেদার ইউনিয়ন
মোছাঃ ওয়াহিদা ইয়াছমিন, অধক্ষ্য লাইট হাউস স্কুল, মোঃ এ,কেএম শামসুজ্জামান (তুহিন) কো- ওডিনটর লাইট হাউস, মোঃ তাজুল ইসলাম শাখা ব্যবস্থাপক সহ অএ প্রতিষ্ঠানের সহ কর্মীরা।