সাজেদুল ইসলাম রাসেল। বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
জেলা ডিবি পুলিশের মাদকবরিােধী অভযিান ০৩ কেজিঁ গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রফেতার।
রবিবার বিকেল সাড়ে ছয়টার সময় বগুড়া জেলার সুঘােগ্য পুলশি সুপার জনাব জবোন আল মুসার নির্দেশনায়, বগুড়া ডিবি, ইনচার্জ এর নতৃেতব বগুড়ার মাদকব্যরােধী অভযিান চালিয়ে ০৩ কেজি গাঁজাসহ ০১ (এক) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ নজরুল ইসলাম নজু (২৪), পিতা মোঃ মহির উদ্দিন ইসলাম থানা ফুলবাড়ী জেলা দিনাজপুরকে বগুড়া শিবগঞ্জ থানার তিন মাথা মোড় থেকে তাকে আটক করা হয় এই সময় তার কাছে থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির নামে আরো মাদক মামলা রয়েছে।