
সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
বগুড়া র্যাব-১২, এর একটি টিম বগুড়া জেলার শিবগঞ্জ থানার দেউলি ইউনিয়নের হাজী পাড়া এলাকায় ২৩ ই জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক,৯.১০মিনিটে লালমনিরহাট হতে ঢাকা গামী , একটি কাভার্ড ট্রাকে সিগন্যাল দিয়ে উক্ত গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজা ও ১৬৬০০, কেজি ভুট্টা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে র্যাব-১২- বগুড়া
গ্রেফতারকৃত আসামিরা হলেন,১,মোঃ শফিকুল ইসলাম (৩৮), পিতা মোঃ তোতা মিয়া,২,মোঃ আসাদুল ইসলাম (৩৭), পিতা মৃত, আমির আলী, উভয়ের থানা আদিতমারি, জেলা-লালমনিরহাট ।
আটককৃত আসামিদের কে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব,১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।