
বিজয় রায়, রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সাধারণত পাঠাগারের আয়োজনে ৭ই মার্চ ২০২৪ সন্ধায় পাঠাগার প্রাঙ্গনে পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন শীর্ষক স্কুল ও কলেজ পর্যায়ে রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী,জেলা আ”লীগ সহ-সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা,উপজেলা আ”লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,
অধ্যক্ষ মহাদেব বসাক, পাঠাগার সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানসাহা ইকবাল,রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী,বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এছাড়াও অনুষ্ঠানে রানীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী,অধ্যাপক আশরাফ আলী ও সুকুমার মোদক,মহিলা আ”লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সহকারী শিক্ষক মোসারফ হোসেন ও রব্বানি পারভেজ (প্রমুখ)আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।