বাড়িঅন্যান্যবনের জমিতে উচ্ছেদ অভিযান এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বনের জমিতে উচ্ছেদ অভিযান এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মোঃ রমজান আল মাহমুদ ।। গাজীপুর সদর (গাজিপুর )শিক্ষানবিশ প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারে বনের জমিতে উচ্ছেদ অভিযান এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে ভূমিহীনরা। আজ সকাল ১০টায় সদর উপজেলার মুক্তিযোদ্ধা কলেজ মাঠ থেকে প্রতিবাদ সমাবেশ শুরু করে ভবানীপুর বাজারে এসে ভূমিহীনরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় ৫শ ভূমিহীন বাজারে এসে একত্রিত হয়।মুক্তিযোদ্ধা মধু মিয়া সহ এ সময় অনেকেই বক্তব্য রাখেন।সরেজমিনে দেখা যায় প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে দিনমজুর, রিক্সাচালক ইত্যাদি তাদের এ বসত-ভিটা উচ্ছেদ অভিযান করার ফলে তাদের মাথা গোছানোর কোন ঠাই নাই।এ সময় তারা বলেন সরকার তাদের এ জমি বা বন বিভাগের জমি নিয়ে নিবে নেক তবে যারা ভূমিহীন তাদের পুর্নবাসন করার ব্যাবস্থা করুক।এ সময় তারা আরও বলেন সরকার তাদের সরকারি নিয়মের মধ্যে থেকে এ সকল ভূমিহীনদের অপসারণ করুক।কোটি কোটি টাকার বনের জমি দখল করে বিভিন্ন ফ্যাক্টরি ও পিকনিক স্পট বছরের পর বছর দখল করে রাখছে তাতে বন বিভাগের নজর নেই নজর আছে শুধু গরিবদের বেলায় এটা খুব দুঃখজনক এটার তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানিয়েছে মোঃ ইমরান সরকার সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গাজীপুর সদর উপজেলা।
এসকল অসহায় ভূমিহীনদের একটি প্রক্রিয়ার মাধ্যমে স্থানান্তর করতে পারত বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধার নাতী মোঃ মিলন মিয়া।এ ছাড়াও তিনি বলেন আজ আমরা রাস্তায় কেন?আমরা তো দিনমজুর, খেটে খাওয়া মানুষ আমরা আজ মৌলিক আদায়ের জন্য রাস্তায় এসে দাড়াতে হয়েছে।তিনি আরও বলেন মানুষের মৌলিক অধিকারের একটি বাসস্থান, আমাদের ঘর-বাড়ি ভেঙে তারা কি মৌলিক অধিকার লঙ্ঘন করছে না?তারা তো সঠিক কোন  বা প্রক্রিয়ার মাধ্যমে আসতে পারত।তিনি আরও বলেন আজ এ শীতের রাতে পানি বিদ্যুৎ ছাড়া রাত্রী যাপন কনকনে শীতের মধ্যে মানুষের এ কষ্ট বোঝতে পারত তাহলে তারা এমন পদক্ষেপ নিত না।
এ সময় ভুক্তভোগীদের পক্ষে মোঃ ইসমাইল হোসেন বলেন আজ আমরা প্রায় নিঃস,আজ আমাদের কিছুই নেই।তিনি আরও বলেন এমনভাবে আমাদের ক্ষতি না করে একটি সমাধান এর পথ তৈরি করতে পারত।
ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এর সময় মাওলানা সালাউদ্দিন আইয়ুবী হুজুর কস্তুরি নামে এক যাত্রীর সাথে কথা বললে তিনি বলেন আমরা হয় তো সাময়িক সময়ের জন্য একটু ভোগান্তিতে পড়েছি কিন্তু তাদের এ প্রতিবাদ সমাবেশকে সাধুবাদ জানাই।এটা তাদের অস্তিত্ব ও বেঁচে থাকার লড়াই।
এ অবরোধ কর্মসুচীর পক্ষ থেকে জানা যায় তারা সকল ভুমিহীনদের নামের তালিকা ও সিগনেচার সহ জেলাপ্রশাসক বরাবর দিবে এবং দাবিগুলো তুলে ধরবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments