
মোঃ জিয়ান, মোহনগঞ্জ, (নেত্রকোনা) নিজস্ব প্রতিনিধি।
শোক সংবাদ।
বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তর এর (আই আরও) মো : জিয়াউল হক এর মাতা
মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষিকা রিজিয়া খাতুন ( ৮৫) আজ সকাল ৮ টা ১০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম কুতুবউদ্দিন স্যার এর সহধর্মিণী।
তিনি নেত্রকোনার মোহনগঞ্জ দক্ষিণ টেংগাপাড়া নিজ বাসায় বসবাস করে আসছিলেন। আজ সোমবার (৪ নভেম্বর) ভোর ৪ টায় নিজ বাসায় তাহাজ্জত এর নামজ আদায় করেন। নামাজ শেষে চা খেতে বসেন চায়ে দু এক চুমুক দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কাজের মেয়ে চিৎকার করে মরহুমার নাতি প্রতিবেশী সবুজ মিয়াকে খবর দিলে, তিনি এসে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি ৮ টা ১০ মিনিটে হৃদকৃয়া বন্ধ হয়ে মারাযান।
মৃত্যু কালে মরহুমার তিন পুত্র ও চার কন্যা সন্তান ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার বড় ছেলে বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তর এর (আই আরও) মো: জিয়াউল হক টিটু, দ্বিতীয় পুত্র অস্ট্রেলিয়া কর্মরত মো: শরীফুল হক,তৃতীয় পুত্র বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যুগ্ম মহা পরিচালক তৌহিদুল হক সায়েম। বড় কন্যা জাম্মি আক্তার, শাম্মি আক্তার প্রাথমিক শিক্ষিকা,কান্তা আক্তার শিক্ষিকা ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ছোট মেয়ে আমেরিকা প্রবাসী।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।