
মোঃ জমির উদ্দিন ,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় উপজেলা হলরুমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পীরগাছা উপজেলার শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর ২ ঘঠিকায় সময় পীরগাছা উপজেলা হলরুমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পীরগাছা উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডাঃ মোঃ জাকির হোসেন, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পীরগাছা উপজেলা এর সঞ্চালনায় আসাদুজ্জামান আল-আমিন, সেক্রেটারী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পীরগাছা উপজেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল হক সুমন, উপজেলা নিবার্হী অফিসার পীরগাছা, রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ সুজা মিঞা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, পীরগাছা, রংপুর। ফারুকুজ্জামান ডাকুয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার পীরগাছা, রংপুর। আব্দুল কাদের, সেক্রেটারি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, রংপুর জেলা শাখা। বজলুর রশিদ মুকুল, আমীর বাংলাদেশে জামায়াতে ইসলামী পীরগাছা, উপজেলা শাখা।হাসেম আলী, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগাছা, রংপুর।
এছাড়া উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ ও পীরগাছা উপজেলা সকল সাংবাদিক গণ।