বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বাউফলে ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ ফোরকান, বাউফল (পটুয়াখালী) 
পটুয়াখালীর বাউফলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 করেছে কালাইয়া বন্দর তাওহীদি ছাত্র-জনতা। আজ শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে তাওহীদি ছাত্র-জনতা।
কালাইয়া ডাক বাংলো থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে সদর রোড, মার্চেন্ট পট্রি, হাইস্কুল রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 সমাবেশে বক্তব্য রাখেন, বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী ইমরান খান, সজীব প্রমুখ। 
বক্তরা বলেন, দেশদ্রোহী সাম্প্রদায়ীকতা সৃষ্টিকারী হিন্দ্রত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যরা চট্রগ্রামে ১টি মসজিদে হামলা, ভাংচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। সমাবেশে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিও জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments