বাড়িঅন্যান্যবাউফলে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

বাউফলে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

মাসুম বিল্লাহ ।। বাউফল নিজস্ব প্রতিনিধি :
বাউফলের  মদনপুর ইউনিয়নের  মাঝপাড়া গ্রামের দেলোয়ার হোসেন সরদার বাড়িতে তাছলিমা মঞ্জিলে এক দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘরের জানালার গ্রীল কেটে কয়েকজন ডাকাত প্রথমে ভেতরে ঢুকে পেছনের দরজা খুলে দেয়। এরপর বাইরে থাকা আরো ১৫-১৬ জন ডাকাত ঘরের ভেতরে ঢুকে।
 গৃহকর্মী ফজিলাতুন্নেছা ও তার ছেলে মেয়েকে তুলে নেওয়ার হুমকি দিয়ে ষ্টীলের  আলমারির চাবি নিয়ে নেয়। ডাকাতরা আলমারি খুলে নগদ প্রায় ১ লাখ টাকা ও ১৪-১৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। যাওয়ার সময় তারা ফ্রীজ থেকে মাছ মাংস নিয়ে যায়।
একই কায়দায় ডাকাতি করেন  মাঝপাড়া গ্রামের খান বাড়িতেও। খান বাড়ির কেয়ারটেকার মোতালেব হোসেন জানান ডাকাত সদস্য ঘরে ঢুকে তাদেরকে ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে যায় তাদের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা সহ তার স্ত্রীর পরনে থাকা  স্বর্ণ অলংকার  কেড়ে নেয়।
এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর এসআই মনির হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments