বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাউফলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ ফোরকান,বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি
 পটুয়াখালীর বাউফলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে । 
আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুর উপজেলা আড়াইটার দিকে অডিটরিয়াম হল রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পটুয়াখালীর নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 
জেলা প্রশিক্ষণ অফিসার খামারবাড়ি পটুয়াখালীর খায়রুল ইসলাম 
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম প্রমূখ। 
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ দাস বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১১টি ফসলের বীজ গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, পেঁয়াজ, মুগডাল, মুশুর, ফেলন ও খেসারী ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৬৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ বিতরণ করা হবে। 
এবং বীজের সাথে তাদের ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে সারও দেয়া হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, কৃষক মোঃ রিয়াজ হোসেন,  মাই টিভি উপজেলা প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক প্রমূখ।
অনুষ্ঠান শেষে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments