
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের চাচা-ভাতিজি নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট সুনামগঞ্জ সড়কের দামোধরতপী-নোয়াগাঁও এর মধ্যবর্তী খানাখন্দ এড়িয়ে যেতে সিলেট টু দিরাইগামী গেইটলক গাড়ি ( চট্র মেট্রো জ ১১০৫৪৮) পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলে টিটু মিয়া ও হাসপাতালে নেয়ার পথে ভাতিজি রুপা বেগম (১১) নিহত হয়েছেন। নিহত টিটু মিয়া(৩৫) দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীরগর গ্রামের আঞ্জব উল্লাহ ও রুপা বেগম নিহতের ভাই সমশ্বের মিয়া মেয়ে।
জানা যায়, নিহত টিটু মিয়া সিলেটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ভাতিজি রুপা সিলেটে তার খালার বাড়িতে বেড়াতে আসছিল এক মাস আগে। আজ শুক্রবার ভাতিজিকে নিয়ে গ্রামের বাড়ি ফেরার কথা ছিল টিটু মিয়ার। নিহত টিটু মিয়া বৈবাহিক জীবনে এক সন্তানের জনক। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চাচা ভাতিজির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বাস দুর্ঘটনায় আরও ১৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেটিকেল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক মুহুর্তে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
দূর্ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. খালেদ বলেন দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত ও অনেকেই আহত হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।