
তেলে দাম বাড়ানোয় টিকটকে এসে প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে কটুক্তির অভিযোগে মহি উদ্দিন মান্না (২৫) নামের এক তরুনকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ ।
রবিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরশহরের দক্ষিন বাজারস্থ তার মালিকানাধিন চায়ের দোকান থেকে তাকে আটক করে। সে বড়লেখা উপজেলার মুছেগুল গ্রামের মানিক মিয়ার পুত্র। বর্তমানে মোল্লাপুর গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, তেলের দাম বাড়ানোর কারণে সম্প্রতি সে নিজ টিকটক আইডিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে গালিগালাজ করে।
বিষয়টি স্থানীয় ছাত্রলীগনেতাদের দৃষ্টিগোচর হলে তারা বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন।
এঘটনায় ছাত্রলীগ নেতা জাহিদুল হক তাহমিদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।