বাড়িরংপুর বিভাগরংপুর জেলাবীরগঞ্জের পল্লীতে অস্ত্র লুকিয়ে রেখে প্রতিপক্ষকে মামলায় ফাঁসানোর চেষ্টা। 

বীরগঞ্জের পল্লীতে অস্ত্র লুকিয়ে রেখে প্রতিপক্ষকে মামলায় ফাঁসানোর চেষ্টা। 

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৮ মাইলের অদূরে উত্তর রঘুনাথপুর মৌজায় ৬৩ খতিয়ানের জমি নিয়ে বিরোধের এক পর্যায় গত ২ ডিসেম্বর’২০২৪ মজিবর রহমানের পুত্র হুমায়ুন কবিরের পক্ষ নিয়ে দুলালের পুত্র ইমরান ও কেরামত আলীর পুত্র টিপু জমি জবর দখলে ভাড়াটিয়া হিসেবে কাজ করতে থাকে বলে প্রতিপক্ষ সুজাউর রব, জনপ্রতিনিধি সহ এলাকাবাসীর অভিযোগ। 
জমি মালিকের অনুপস্থিতিতে ঘটনার দিন ইমরান ও টিপু একটি চটের বস্তায় ভরে সামুরাই, রামদা জমির পাশে লুকিয়ে রেখে হ্যারো দিয়ে হাল চাষ, জমি জবর দখলের চেষ্টা করে এবং নিজেরাই ৯৯৯ (ট্রিপল নাইনে) ফোন দিয়ে পুলিশ এনে প্রতিপক্ষ মৃত সামসুদ্দিনের ছেলে সুজা উর রব এবং মৃত সুরত আলীর ছেলে ইসাহাক আলীকে মামলায় ফাঁসানোর পরিকল্পনা করেও ব্যর্থ হওয়ার ঘটনা ঘটেছে। 
তারপরেও ষড়যন্ত্রকারীদের তৎপরতা থেমে নেই, উল্টো তারাই কেশেরী বর্মনের ছেলে দুলাল বর্মনকে বাদী সাজিয়ে থানায় সুজা উর রব সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।এ ধরনে ষড়যন্ত্রের কঠোর  সমালোচনাসহ তীব্র নিন্দা  জানিয়েছেন ঐ এলাকার অনেক নারী পুরুষ ও ইউপি সদস্য। 
এ ব্যাপারে প্রধান অভিযুক্ত হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ইমরান ও টিপ ভাড়াটে লোক নয়, তারা আমার জমি চাষাবাদ করে, এটি তাদের পারিবারিক ব্যাপার দুই এক দিনের মধ্যেই আপোষ-মীমাংসা করা হবে। 
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুরের সাথে কথা হলে তিনি বিষয়টি অবগত আছেন বলে জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments