বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাব্রাহ্মণপাড়ায় মাদক সেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড

সোহেল খান চৌধুরী

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার এলাকায় মাদক সেবন করে মাতলামি করার অপরাধে মো. কাউছার খান (৩২) নামের এক মাদকসেবিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ শত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া এবং ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজনসহ পুলিশের একটি দল অভিযান সহায়তা করেন।
অভিযান চলাকালে কাউছার খান মাদক সেবন করে মাতলামি করলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডিত করে। দণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের বাসিন্দা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবী এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, এবং আমরা সাধারণ জনগণের সহযোগিতা কামনা করি।”
ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, “মাদক বিরোধী অভিযানে পুলিশ ও প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করা হচ্ছে। এলাকার পরিবেশ সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান প্রয়োজন।”
তিনি বলেন, এ অভিযানটি স্থানীয় জনগণের মাঝে সজাগতা এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments