বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাব্রাহ্মণপাড়া থানায় নষ্ট হচ্ছে জব্দ করা কোটি কোটি টাকার গাড়ি

ব্রাহ্মণপাড়া থানায় নষ্ট হচ্ছে জব্দ করা কোটি কোটি টাকার গাড়ি

সোহেল খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা)নিজস্ব প্রতিনিধি 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় বিভিন্ন সময়ে মামলার আলামত হিসেবে জব্দ করা কোটি কোটি টাকার গাড়ি খোলা আকাশের নিচে থেকে রোদ-বৃষ্টি-ঝড়ে জং ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। এতে থানা কমপ্লেক্সের ভেতরের আশপাশের এলাকা গাড়ির ভাগাড়ে পরিণত হয়েছে। বহুদিন ধরে পড়ে থাকার কারণে নষ্ট হচ্ছে এসব গাড়ি।
জব্দকৃত এসব গাড়ির মধ্যে রয়েছে পিকআপ, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ আরও ছোট বড় যানবাহন। আইনি জটিলতার কারণে বা নিলাম না হওয়ার কারণে থানার আশপাশে পড়ে থাকা এসব গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে গাড়ির ডেকোরেশন। এতে প্রকৃত অনেক মালিকরা আর গাড়ি ফেরত নিতে আগ্রহ হারাচ্ছেন। 
সরেজমিনে দেখা গেছে, ব্রাহ্মণপাড়া থানায় জব্দকৃত এসব গাড়ির মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। জব্দকৃত এসব গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় চোখ রাখলেই দেখা যাচ্ছে থানা ভবনের সামনের পূর্ব দিকে জরাজীর্ণ গাড়ির এলোপাতাড়ি স্তূপ। এতে থানার আশপাশের অনেক জায়গা দখল হয়ে আছে। অযত্নে ও অবহেলায় পড়ে থাকা এসব গাড়ির মধ্যে বেশিরভাগ গাড়িই মরচে ধরে ভেঙে যাচ্ছে। 
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, থানায় রাখা গাড়িগুলো বিভিন্ন মামলার আলামত। এসব মামলার চার্জসিট করা হয়েছে।  এগুলো আদালতের সম্পত্তি হিসেবে থানায় রাখা হচ্ছে।  এগুলো বিজ্ঞ আদালত থেকে নিষ্পত্তি হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments