
গোলাম সরোয়ার মেহেদী, বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা-বেতাগী-মির্জাগঞ্জ ত্রি-উপজেলার মিলনকেন্দ্র ঐতিহ্যবাহী চান্দখালী বাজারের দক্ষিণপ্রান্তে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরগুনা সদরের সাথে সংযোগ স্থাপনকারী অতি জনগুরুত্বপূর্ণ ব্রিজটি ১৫/১২/২০২৪ ইং রবিবার খাকদন নদী/খালে ভেঙ্গে পড়েছে।
উল্লেখ্য, অসুস্থ রোগীসহ কেজি স্কুল, মাদ্রাসা, চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়, কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং চান্দখালী মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ পড়ুয়া শত শত শিক্ষার্থী, হাজারো বাজার এবং ঢাকামুখী মানুষের পারাপারের জন্য ব্রীজটি ঝুঁকিপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ হওয়ায় বিগত ৪/৫ বছর পূর্বে নতুন ব্রীজ নির্মাণের টেন্ডার ও ঠিকাদার নির্ধারণ হলেও অদৃশ্য কারণে এর নির্মাণ কাজ শুরু করা যায়নি।
এহেন অবস্থায় জনদূর্ভোগ/জনগুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে নতুন ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি,
এলাকাবাসীর পক্ষে জনাব নকিব নিজাম
সহকারী শিক্ষক চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়।