বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাভাইস চেয়ারম্যান পদে আগ্রহ নেই সন্দ্বীপে--ওমর ফারুক বিনা প্রতিদন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান।

ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ নেই সন্দ্বীপে–ওমর ফারুক বিনা প্রতিদন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান।

রিদুয়ানুল বারী, সন্দ্বীপ( চট্টগ্রাম) প্রতিনিধি।

সন্দ্বীপ উপজেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন ওমর ফারুক ।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার ১৫ এপ্রিল পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শুধুমাত্র একটি মনোনয়নপত্র দাখিল করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ওমর ফারুক । বিভিন্ন সূত্রে জানা গেছে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন ইস্যূতে আগ্রহ হারিয়ে ফেলেছেন সম্ভাব্য প্রার্থীরা। বুধবার ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাইকালে তাঁর মনোনয়নপত্র বৈধ হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। তিনি সন্দ্বীপ পৌরসভা ৭ নং ওয়ার্ডের মন্দিল মাঝির বাড়ির অহিদের রহমানের পুত্র।

সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮-২০ এপ্রিল রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল, ২২ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে বুধবার ভোট গ্রহণ।

সন্দ্বীপ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৫ হাজার ৬৭৬ জন, পুরুষ ১,২৬,৬৮৯ মহিলা ১,১৮,৯৮৫

ভোট কেন্দ্র ৮৬, ভোট কক্ষ ৫৮৭।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments