বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাভান্ডারিয়া উপজেলা ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এ ,কে, এম আমিনুল...

ভান্ডারিয়া উপজেলা ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এ ,কে, এম আমিনুল হকের উপর সন্ত্রাসী হামলা  ।

রাসেল রানা, পাথরঘাটা(বরগুনা)নিজস্ব প্রতিনিধি

আহত প্রধান শিক্ষকের মেয়ে প্রত্যক্ষদর্শী (ঐশী ) জানান দীর্ঘদিন যাবৎ স্কুল ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে রশনালে পরে আমার বাবা প্রধান শিক্ষক আমিনুল হক চাকরি অবস্থায় সামরিক বরখাস্ত হন তারপরে আরো দুই শিক্ষক ।

বিষয়টি নিয়ে (প্রধান শিক্ষক) বিভিন্ন দপ্তরের আইনি লড়াই শেষে এ বছর  ১২-১-২০২৫ জানুয়ারি উচ্চ আদালতে বরখাস্ত হওয়ার সকল মিথ্যা অভিযোগ বিবেচিত হয়। পুনরায় আবার প্রধান শিক্ষকের দায়িত্ব পান ।
উক্ত রায় পেয়ে রোজ রবিবার  ৯-২-২০২৫ সকাল ৯.০০  দিকে ভান্ডারিয়া উপজেলা ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমিনুল হক যোগদান করেন ।
তখনই ম্যানেজিং কমিটির সন্ত্রাস বাহিনী প্রধান শিক্ষক আমিনুল হকের উপর বেদারক মারদর করেন খবর পেয়ে ভান্ডারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে প্রধান শিক্ষক আমিনুল হক কে উদ্ধার করেন ।
পরবর্তীতে প্রধান শিক্ষক  আমিনুল হক  বিষয়টি সভাপতি ভান্ডারীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে পুনরায় আবারো ম্যানেজিং কমিটির সন্ত্রাস বাহিনী পথে ওত পেতে থাকায় ।
দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে । প্রধান শিক্ষকের মেয়ে এবং তার ভাই ভান্ডারীয়া উপজেলা সদর হসপিটালে নিয়ে যায় এখান থেকে রেফার করে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments