রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরাতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পাড়াতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল। এলাকায় এলাকায় গিয়ে সর্বস্তরের জনগনের সাথে কুশল বিনিময় করছেন।
এবার উপজেলা পরিষদ নির্বাচনে চার ধাপে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন হওয়ার কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় রায়পুরা উপজেলার সকল ইউনিয়নেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা, গণসংযোগ চালিয়ে ভোটারদের মন জয় করছেন আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল। তিনি রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন।
তিনি প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে তার নির্বাচনী এলাকায় দোয়া চান।
এ বিষয়ে কথা হয় আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল এর সঙ্গে কথা হলে তিনি বলেন, উপজেলাবাসী চাইলে নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য প্রথম কোন কাজটি করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি সর্বদা কাজ করছি, করবো। রায়পুরা উপজেলাকে একটা স্মাট উপজেলায় রুপান্তরিত করবো।
তিনি সর্বস্তরের শ্রেনী-পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন।
তিনি আরো বলেন, ‘আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আশা করি আমরা জয়ী হব। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।