
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী চাচাতো বোন কে জোরপূর্বক ধর্ষণ মামলার মূল হোতা মো. রনি হাওলাদার (২১)কে বাগেরহাট থেকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব -৬ ও বরিশাল র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি চৌকস টিম ।
মঙ্গলবার (১৮মার্চ) দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভোলা র্যাব ক্যাম্প কমান্ডার শাহরিয়ার রিফাত(অভি) এতে আরো উল্লেখ করা হয় সম্প্রতিকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আইন শৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। ধর্ষকদের গ্রেফতারের বিষয়ে র্যাব সর্বদা সোচ্চার আছে।এরই প্রেক্ষিতে জেলার তজুমদ্দিনে অভিযুক্ত রনি হাওলাদার তার চাচাতো বোন বাক প্রতিবন্ধী সুলতানা (২৬)কে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে উল্লেখিত আসামীর বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ভিকটিমেত মা বুলবুল বেগম (৫২) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন` ২০০০ (সংশোধনী/২০২০) মামলা দায়ের করেন,মামলা নং-১৩।
এরই প্রেক্ষিতে তজুমদ্দিন থানা কৃতক ভোলা র্যাব ক্যাম্পে পাঠানো অভিযাচন পত্র প্রাপ্তির পর গোয়েন্দা তথ্যে এবং গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের অধীনস্থ ভোলা র্যাব ক্যাম্প, এবং র্যাব-৬, সদর কোম্পানি, খুলনা কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী রনি হাওলাদার কে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় নামক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি হাওলাদার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের চর কোরাড়মারা ৯ নং ওয়ার্ডের মৃত আলমগীর হোসেন হাওলাদারের ছেলে।
উল্লেখিত গ্রেফতারকৃত আসামী রনি হাওলাদার এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ, বাগেরহাট সদর থানায় বরাবর হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।