বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলামানবিক চেয়ারম্যান আনোয়ার হোসেন - এক ভালোবাসার নাম।

মানবিক চেয়ারম্যান আনোয়ার হোসেন – এক ভালোবাসার নাম।

রিদুয়ানুল বারী, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি।

আগামী ৮ মে সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচন।

নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিমধ্যে নিজেকে ঘোষণা করেছেন সন্দ্বীপ মগধরা ইউনিয়নের মানবিক চেয়ারম্যান খ্যাত এস এম আনোয়ার হোসেন।

এস এম আনোয়ার হোসেন ইতিমধ্যে মগধরা ইউনিয়নে নয় শুধু, সমগ্র সন্দ্বীপের এক ভালোবাসাময় মানুষের নাম।সন্দ্বীপের এমন কোনো মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে আনোয়ার চেয়ারম্যান এর কাছে সহায়তা চেয়ে পান নাই। নিজের বাবার নামে প্রতিষ্ঠিত ” বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশন ” থেকে প্রতি বছর গরীব ও মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে থাকেন।প্রতি বছর তিনটি ইউনিয়নের সকল স্তরের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক (দুপুরের প্রীতিভোজ সহ) অনুষ্ঠানের আয়োজন করেন যা ভবিষ্যতে সন্দ্বীপব্যাপী আয়োজন করার পরিকল্পনা করছেন।

বিগত ১০ বছর যাবত প্রতি রমজানের শুরুতে অন্তত শ’ খানেক ট্রাকে করে গরীব ও দুস্হ মানুষের বাড়িতে রমজানে চলার মতো খাদ্য সামগ্রী নিজস্ব ফাউন্ডেশন থেকে দিয়ে থাকেন।তাছাড়া ঈদ ও কুরবানির সময় ও এভাবে দুস্থদের বাড়িতে পৌঁছিয়ে দেন ঈদের বিশেষ গিফট সামগ্রী। করোনার সময় গৃহবন্দী মানুষের কাছে ট্রাকে ট্রাকে পৌঁছিয়েছেন খাদ্য সামগ্রী।

করোনায় আক্রান্ত রোগীদের জন্য সন্দ্বীপে যখন তীব্র অক্সিজেন সংকট দেখা দেয়। মানুষ যখন লক ডাউনের কারণে শহরেও যেতে পারছেন না,এমন মুহূর্তে তিনি সমগ্র সন্দ্বীপে সম্পুর্ন ফ্রি তে অক্সিজেন সরবরাহ করেন।যা আজ অব্দি চালু রয়েছে।সন্দ্বীপের মানুষের যে কোন পারিবারিক, সামজিক, অসুস্হ রোগীর চিকিৎসা খরচ, কন্যাদায়গ্রস্হ অসহায় বাবাকে মেয়ের বিয়েতে আর্থিক ব্যাবস্হা করে দেয়াসহ এমন কোন কাজ নেই তিনি মানবিক ভাবে সাড়া দিচ্ছেন না।

তাই তো সন্দ্বীপের জনগন তাঁর নামের পাশে জুড়ে দিয়েছেন মানবিক চেয়ারম্যান। সন্দ্বীপের মানুষ মনে করে দ্বীপবন্ধু লায়ন মুস্তাফিজুর রহমান এমপির পরে সন্দ্বীপের মানুষের জন্য এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যান আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ রহমত।

সন্দ্বীপের মানুষ চাই আনোয়ার হোসেন চেয়ারম্যান এর মতো এমন একজন লোক আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হোক।

এ প্রত্যাশা এখন সন্দ্বীপের সর্বস্তরের জনগণের।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments