বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলা**যাত্রাপুরে অবৈধ ড্রেজার চালানোর অভিযোগ, ফেসবুকে উসকানিমূলক হুমকি**

**যাত্রাপুরে অবৈধ ড্রেজার চালানোর অভিযোগ, ফেসবুকে উসকানিমূলক হুমকি**

মুরাদনগর(কুমিল্লা)বিশেষ প্রতিনিধি

যাত্রাপুরে অবৈধভাবে ড্রেজার চালানোর বিষয়ে সম্প্রতি গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনজীবন ক্ষতির মুখে পড়ছে। অবৈধ ড্রেজার চালানোর বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

এই পরিস্থিতিতে, একটি ফেক আইডি থেকে যাত্রাপুরের বাসিন্দা **Nazmul Hasan Mollah**-কে মেনশন করে হুমকিমূলক মন্তব্য পোস্ট করা হয়েছে। মন্তব্যে বলা হয়:

_”তরে আর তর বাপ রে বাজারে ফালাইয়া টুকরা টুকরা করা হবে মাত্র কয়েক টা দিন সবুর কর”।_

এই উসকানিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ফেক আইডির লিংক: [প্রোফাইল লিংক](https://www.facebook.com/profile.php?id=100010544280936&mibextid=LQQJ4d)।

**আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন**

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক হুমকি এবং যাত্রাপুরে অবৈধ ড্রেজার কার্যক্রমের বিরুদ্ধে এলাকার মানুষ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করছেন। বিশেষ করে ফেক আইডি থেকে প্রকাশ্যে হুমকির বিষয়টি প্রশাসনের নজরে এনে, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

**স্থানীয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি**

এলাকাবাসীর দাবি, ড্রেজার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন অমান্য করে বালু উত্তোলন করছে, যা স্থানীয় পরিবেশের ক্ষতি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঠিক পদক্ষেপ প্রয়োজন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments