
মোঃ জমির উদ্দিন, পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
ইউএসএআইডি-এর ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের উদ্যোগে রংপুরের পীরগাছায় একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
সৈয়দা আসমা রাশিদার সঞ্চালনায় ও পীরগাছা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, ইউএসএআইডি- এর সবাই মিলে শিখি প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি জাকারিয়া রহমান, আরটিআই-এর কমিউনিকেশন্স ম্যানেজার এডব্লিউএম আনিসুজ্জামান প্রমুখ।‘সবাই মিলে শিখি’ প্রকল্পের মূল লক্ষ্য বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিশু, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা জোরদার করা।
প্রকল্পটি দেশের ১৬টি উপজেলার এক হাজার ৫৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ হাজার শিক্ষক ও আড়াই লাখ শিক্ষার্থীর সাথে সরাসরি কাজ করছে। দিনব্যাপী এ মেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তার সাথে জড়িত সরকারি-বেসরকারি সংস্থা বিভিন্ন স্টলে তাদের কার্যক্রম তুলে ধরেন। পরে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।