
রাজবাড়ীর পাংশা উপজেলার সত্যজিৎপুর এলাকায় ট্রেনের ধাক্কায় খোয়া ভর্তি ট্রাকের চালক ও তার সহকারী মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় রাজবাড়ীতে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেল চলাচল স্বাভাবিক হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া রেলস্টেশন থেকে কুষ্টিয়াগামী সাটল ট্রেনটি পাংশার সত্যজিৎপুর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে খোয়া ভর্তি ট্রাককে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এতে তিনজন আহত হয়। আহতরা হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চৈতাগ্রামের শমসরে আলী মোল্লার ছেলে খায়রুল ইসলাম (২৮), বাটাহাম্বার হেলপার একই গ্রামের মসলেম সরদারের ছেলে রিহাদ সরদার (২৭) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দৈইশালা গ্রামের আছমত আলী মোল্লার ছেলে মোঃ জুলহাস মোল্লা (৩২)। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রেনের গার্ড রেজাউল করিম জানান, ট্রাকের চালক রেলগেট ক্রস করছিল। সেখানে কোন গেটম্যান থাকার কথা না। আমরা হর্ন দিয়ে যাচ্ছিলাম। হয়তো ট্রাক চালক শুনতে পায়নি। এ কারণে গাড়ী রেল লাইনে উপর চলে আসলে ট্রেনের ধাক্কায় ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। রেল চলাচল স্বাভাবিক হতে ঘণ্টাখানেক সময় লাগে।