বাড়িরংপুর বিভাগঠাকুরগাঁও জেলারাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথের শেষকৃত্য সম্পন্ন।

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথের শেষকৃত্য সম্পন্ন।

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায়(৭৪) বৃহস্পতিবার ১৪ মার্চ সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতি।

তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয় শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিনেই দুপুরে পারকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, ওসি সোহেল রানা, আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ইউপি চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments