বাড়িবাংলাদেশেখুলনা বিভাগরামপালে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় সভা।

রামপালে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় সভা।

খান জিল্লুর রহমান রামপাল (বাগেরহাট) নিজস্ব প্রতিনিধি: 

বাগেরহাটে রামপাল সরকারি ডিগ্রি কলেজ হলরুমে (২৫ ডিসেম্বর)সোমবার দুপুরে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রসংসদের সহ-সভাপতি আশিকুর রহমান (আশিক),  ৩১ দফা দাবির লিফলেট বিতরণ শেষে  সাধারণ শিক্ষার্থীদের মাঝে মতবিনিময় সভা করেন সভার মাঝে বক্তবে  বলেন।
 আগামী বাংলাদেশ গঠনে কি কি প্রত্যাশা ও স্বপ্ন  সাধারণ শিক্ষার্থীদের,  জানতে চেয়ে বলেন তোমাদের চাওয়া-  আশা বা স্বপ্নে কথা গুলো তারেক রহমানকে জানানো হবে। আরো বলেন  , বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সন্ত্রাসী সংগঠন দেশে ও বিভিন্ন কলেজ , বিশ্ববিদল্যয় সন্ত্রাস ও নৈরাজ্য করেছে। ইতি মধ্যে সে সংগঠন(ছাত্রলীগ) নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছে।  বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থী এতোদিন তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো। আওয়ামীলীগ সন্ত্রাসীরা আবার কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা করলে ছাত্রদল তা কঠোর ভাবে প্রতিহত করবে, শিক্ষা অঙ্গন সন্ত্রাস মুক্ত রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রসংসদের  সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা (রুমা), বাগেরহাট জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ইমরান খান (সবুজ), রামপাল সরকারি ডিগ্রি কলেজের  সাবেক সফল সভাপতি মো: শাহ্জালাল গাজী, 
সদর থানার সদ্য সাবেক আহবায়ক নিয়ামুল কবির (রাহুল), রামপাল সরকারি ডিগ্রি কলেজ শাখার সদ্য সাবেক  সদস্য সচিব কাজী আবুতালেব,
উপজেলা ছাত্র দলের সদ্য  সাবেক আহবায়ক তরিকুল ইসলাম (শোভন), সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ ইব্রাহিম ,  যুগ্ম আহবায়ক, মইনুল ইসলাম , জিল্লুর রহমান,  হাফিজ, আরিফ গজনবী, মিলন, শামীম, প্রিন্স, মারুফ, শহিদুল, বাদল আশিকুজ্জামান (সুমন), আহদ, জুবায়ের, আব্দুল কুদ্দুস, জিহাদ, 
কলেজ কমিটির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক সাব্বির, ইজ্জাজ, আহমদ আলী, অনিক প্রমুখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments