
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আওয়ামীলীগ সরকার পতনের পর নরসিংদীর রায়পুরা উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। সুবিধাবাদী কিছু বিএনপি নেতা স্বীয়স্বার্থ চরিতার্থ করতে আত্মগোপনে থাকা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এলাকায় এনে তাদের ছায়াতলে ঠাঁই দিচ্ছে। বিএনপির গুটি কয়েক নেতার আশ্রয়ে থাকা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় অপকর্মে লিপ্ত হচ্ছে। এতে বিএনপির সুনাম মারাত্মক ভাবে ক্ষুন্ন করার চেষ্টা চলছে।
গত (১২ নভেম্বর) উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন প্রধান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমএন জামানের নেতৃত্বে বাঁশগাড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি পদপ্রার্থীকে সমাবেশে নিয়ে আসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
সমালোচকরা বলেন- নরসিংদী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রুহেল ও এমএন জামানের নেতৃত্বে বাঁশগাড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি পদপ্রার্থী হারুন মিয়া এলাকার দলবল নিয়ে মিছিলে শামিল হয়ে সমাবেশে আসে।এ নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ত্যাগী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র নিন্দা ও অসন্তোষ বিরাজ করছে। কারণ এসব আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারাই এক সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিধন, নির্যাতন ও মামলা-হামলায় যোগান দিতো। এখন আবার তারাই দলবল নিয়ে বিএনপির সমাবেশে শামিল হওয়া থেকে সব কিছুতে অংশ নিচ্ছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র নিন্দা ও সমালোচনার গুঞ্জন শুরু হয়।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন, নরসিংদী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রুহেল ও এমএন জামান, পৌরসভার সাবেক মেয়র কুদ্দুস মিয়াসহ আরো অনেক নেতৃবৃন্দ।
সমালোচকরা আরো জানান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রুহেল ও এমএন জামান শ্রীনগরসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তাদের ছায়াতলে আশ্রয় নিয়ে ওইসব যুবলীগ ও ছাত্রলীগ নেতারা নৈরাজ্য সৃষ্টি করার আসকরা পাচ্ছে। এতে বিএনপি দলীয় লোকজন কোণঠাসা হয়ে পড়বে এবং বিএনপি দলীয়দের ভবিষ্যত নেতৃত্বে মনোবল দূর্বল হবে। তাই এখনই নরসিংদী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রুহেল ও এমএন জামানের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ ও ব্যবস্থা নিতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের নিকট শ্রীনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে নরসিংদী জেলা বিএনপির আহবায়ক এমএন জামানের মোবাইলে একাধিকবার কল করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি।