বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলারৌমারীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ আটক-৫

রৌমারীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ আটক-৫

মোঃ জুয়েল রানা রৌমারী (কুড়িগ্রাম)নিজস্ব প্রতিনিধি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ মামুনুর রশিদ এর দিক নির্দেশনায় এসআই/মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এসআই/মোঃ আউয়াল, এসআই/মোঃ ফাইসাল আলী, এএসআই/ মোঃ আশরাফুল আলম এসআই/মোঃ হাবিবুর রহমার, এএসআই/মোঃ মনির হোসেন খান সঙ্গীয় ফোর্স সহ অভিযানে,

রৌমারী থানার বারবান্ধা সাকিনে জনৈক মোঃ আমির চান(৪৫),পিতা- বেলাত আলী এর বসতবাড়ী হইতে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় আসামী- ১। মোঃ আমির চান(৪৫),পিতা- বেলাত আলী, সাং বারবান্ধা, ২। মোঃ আশরাফ আলী(৪০),পিতা-মোঃ আঃ কাদের, সাং- চুলিয়ার চর, ৩। মোঃ জিয়াউল হক(৩৮),পিতা- মৃতঃ জালাল উদ্দিন, সাং বারবান্ধা, ৪। মোঃ বেলাল হোসেন(৩৫),পিতা- মৃতঃ ছাত্তার আলী, বড়ই বাড়ী, ও ৫। মোঃ নুরনবী(৫০),পিতা- মোঃ নুরুজ্জামান, সাং- চর ইজলামারী, সকলের থানা- রৌমারী,জেলা-কুড়িগ্রামদের কে জুয়া খেলার তাস ও ১০,৮৫০/-(দশ হাজার আটশত পঞ্চাশ) টাকাসহ আটক করা হয়।

এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুনুর রশিদ বলেন আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। রৌমারী থানা এলাকায় জুয়া ও মাদক বিরোধী অভিযান চলমান আছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments