
তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি)
আজ ২৮ জুন শুক্রবার সকাল ৯ঃ০০ ঘটিকায় স্থানীয় মাইনীমুখ মডেল হাই স্কুলে রাঙ্গামাটির পার্বত্য জেলার লংগদু উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত অর্থনৈতিক শুমারী-২০২৪ এর ১ম জোনাল অপারেশন এর ২য় ধাপ লিস্টিং কার্যক্রমের আইটি লিস্টার ও লিস্টারদের তিন দিন ব্যাপি প্রশিক্ষন শুরু হয়।
এ প্রশিক্ষনের আজ প্রথম দিন, ৩০ জুন পর্যন্ত চলবে। প্রশিক্ষন চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
মোঃ সেলিম উদ্দীনের সঞ্চালনায় প্রশিক্ষণেরন শুরুতে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক জনাব তাজ মাহমুদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনতি প্রভা সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ আজাদ হোসেন, (প্রশিক্ষক জোনাল অফিস, জোন-০২) লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
উক্ত প্রশিক্ষণ উপজেলার ৪ টি ভেন্যুতে একযোগে চলছে। লংগদু সদর ইউনিয়ন ঃ জোন-১ (ভেন্যু- লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়), মাইনীমুখ ইউনিয়নঃ জোন-২ (ভেন্যুঃমাইনীমুখ মডেল হাই স্কুল), বগাচত্বর ইউনিয়নঃ জোন-৩ ও গুলশাখালী ইউনিয়ন, জোন-৪ এ একযোগে প্রশিক্ষন চলছে।