মোঃ এরশাদ আলী,লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।
রাঙ্গামাটির দুর্গম লংগদুতে কওমী ওলামা পরিষদ, লংগদু উপজেলা কমিটির উদ্যোগে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৫ এপ্রিল ( সোমবার ), লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কৃর্তি সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেজস্বী বীর লংগদু সেনা জোনের উপ-অধিনায়ক মেজর আহমেদ ফরশাদ কবির পিএসসি।
কওমী ওলামা পরিষদ লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবাইদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, লংগদু থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আল আমিন, কওমী ওলামা পরিষদ লংগদু শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আমিনুর রশিদ,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কওমী ওলামা পরিষদ, লংগদু শাখার সভাপতি মাওলানা ইউনুস আল হাবিবী।
এসময় তিনি বলেন, কওমী ওলামা মাশায়েখ গণ বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসলামের ধর্মীয় আদর্শকে তুলে ধরেন। ইসলামের মূল আদর্শ ও রূপ কেবল মাত্র কওমী ওলামা মাশায়েখদের মধ্যেই রয়েছে। যায় জন্য মানময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী ওলামাদের রাস্ট্রীয় ভাবে সকল ক্ষেত্রে স্বীকৃতি দিয়েছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি ওলামা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, লংগদু উপজেলা কওমী ওলামা পরিষদ গঠন করার জন্য কওমী ওলামাদে ধন্যবাদ, তিনি কওমী ওলামাদের দুনিয়া ও আখেরাতে দু’টি বিষয় নিয়ে বেশি বেশি উদ্বুদ্ধ করতে এবং সরকারের উন্নয়ন ও সাফল্যকে সমাজে তুলে ধরার জন্য ওলামা মাশায়েকদের আহবান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চলতি বছর লংগদু উপজেলা থেকে কাওমী মাদ্রাসা শিক্ষায় দাওরায়ে হাদিস সম্পন্ন কারী ২ জন নারী ও ৬ জন পুরুষ শিক্ষার্থীর মাঝে সন্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্ট প্রাপ্ত শিক্ষার্থীরা হলো ঃ-
১। মাওলানা ইয়াছিন আহমেদ, হকপাড়া, আটারকছড়া ইউনিয়ন।
২। মাওলানা মোঃ আলী, নতুন বাজার, বগাচতর ইউনিয়ন।
৩। মাওলানা মোঃ ইব্রাহিম, ভাইবোনছড়া, লংগদু সদর ইউনিয়ন।
৪। মাওলানা মোঃ ওবায়দুল্লাহ আল হাবিবী, হাসানপুর, কালাপাকুজ্যা ইউনিয়ন।
৫। মাওলানা মোঃ রমজান আলী, সালামপুর, কালাপাকুজ্যা ইউনিয়ন।
৬। মাওলানা মোঃ ঈমান আলী, ইসলামপুর, কালাপাকুজ্যা ইউনিয়ন।
৭। মোছাম্মৎ উম্মে কুলসুম, ইসলামপুর, কালাপাকুজ্যা ইউনিয়ন।
৮। মোছাঃ জান্নাতুল ফেরদৌস, ইসলামপুর, কালাপাকুজ্যা ইউনিয়ন।