বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগ"লংগদুতে জামায়াতের বার্ষিক পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত "

“লংগদুতে জামায়াতের বার্ষিক পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত “

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি)নিজস্ব প্রতিনিধি
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগাচতর ইউনিয়ন শাখার উদ্যোগে  বগাচতর, গুলশাখালী ও ভাসান্যাদম ইউনিয়নের ইউনিট দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
৯ জানুয়ারী, ২০২৫ ইং বৃহস্পতিবার বেলা ৩ঃ০০ টায় স্থানীয় এক মিলনায়তনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বগাচতর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ছিদ্দিকুর রহমান খোকনের সভাপতিত্বে  ও সেক্রেটারি হাফেজ মোফাচ্ছেল হক মারুফের সঞ্চালনায় উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামটি জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপ্পস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা সেক্রেটারি মোহাম্মাদ নুরুল করিম।
আরো উপস্থিত ছিলেন গুলশাখালী ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ আশরাফ আলী এবং  ভাসান্যাদম ইউনিয়ন সভাপতি ডাঃ মোঃ আলাউদ্দীন, আব্দুল হাকিম, মাওলানা আশরাফ আলী, আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি  মানছুরুল হক বলেন, সঠিক পরিকল্পনাই কাজের অর্ধেক। একটি ভালো ও বাস্তবসম্মত পরিকল্পনা সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সেবার মাধ্যমে জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌছে দিতে হবে। পরিকল্পনা অনুসারে কাজ করে আগামী দিনে ১৮ কোটি মানুষের আকাঙ্খার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের তৃণমুল পর্যায়ে নিবিড় তত্বাবধান ও পরিচর্যার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। নিজেদের সকল মেধা ও শ্রমের বিনিময়ে এলাকার প্রত্যকটি পরিবারে ইসলামের সুমহান আদর্শ, ইসলামের দাওয়াত পৌছে দিতে একযোগে কাজ করতে হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments