
।। মোহাম্মদ এরশাদ আলী।।
রাঙ্গামাটির লংগদুতে দিনব্যাপী মেলা, শীতকালীন পিঠা উৎসব, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ লংগদু উপজেলা শাখা আয়োজিত দিনব্যাপী মেলা, শীতকালীন পিঠা উৎসব, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লংগদু উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী মেলা দেখতে উৎসুক জনতার ভীড় চোখে পরার মতো। মেলায় বাহারি পিঠা তৈরীর কারিগরদের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পুরস্কার বিতরণ এবং এরই ধারাবাহিকতায় স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন গ্রাম থেকে পিঠা বিক্রেতারা পিঠা বানিয়ে শীতকালীন এ পিঠা উৎসবকে জমিয়ে তোলেন।
উৎসবে নানা ধরনের পিঠার মধ্যে চিতই পিঠা, ভাপা পিঠা, কাটা পিঠা, বেণী পিঠা, কুসলিপিঠা, বকুল পিঠা, চন্দ্রহলি পিঠা, সাগরিকা পিঠা, ঝর্ণা পিঠা, জামাই পিঠা, সাঝেরমায়া পিঠা, গোপাল পিঠা, ঝিনুক পিঠা, পাটি সাপটা পিঠা, বৌমুগ পিঠা, পাকন পিঠা ও লাভ পিঠাসহ কয়েকশ’ বাহারি পিঠার সমারোহ নিয়ে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব।
স্থানীয়দের মতে, শীতকালীন পিঠা উৎসব একটি অন্যরকম আনন্দের মেলা। এই উৎসবকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই প্রতি বছর এরকম উৎসবের কোন বিকল্প নেই।
মেলায় পিঠা উৎসব ছাড়াও শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চর্কিসহ নানান আয়োজন সন্ধ্যায় রয়েছে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা অত্র উপজেলার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আমির হোসেন খসরু ও পাহাড়ের রাজপুত্র বাবু দীপংকর তালুকদার এমপি’র পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্কপল তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়।