বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলংগদুতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

লংগদুতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি) নিজস্ব প্রতিনিধি

৫ অক্টোবর, ২০২৪ শনিবার সকাল ১১ টায় লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যলিউত্তর আলোচনা সভাটি মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরফৌস আলমের সভাপতিত্বে ও মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদের সঞ্চালনায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

“শিক্ষকের কণ্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বিশ্ব শিক্ষক দিবসের উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ কফিল উদ্দীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবর।

এছাড়াও উপস্থিত ছিলেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রশিদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিরঞ্জন চাকমা, পশ্চিম সোনাই মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।

এছাড়াও শিক্ষদের মধ্য হতে বক্তব্য রাখেন মোঃ মাহাবুব হোসেন, মোঃ সুলতান আহমেদ, মোঃ আব্দুল জব্বার এবং মোঃ মঈনুল হক।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষকরা আজ চরম বৈষম্যের স্বীকার। শিক্ষকদের মর্যাদা আজ হুমকির মুখে। বিশেষ করে বেসরকারি শিক্ষকদের অবস্থা অত্যন্ত নাজুক। তাদের একজন শিক্ষক মাস শেষে যে টাকা বেতন-ভাতা হিসেবে পান তা দিয়ে একজন সাধারন মানুশের  জীবন যাপন করা যায় কিন্তু পরিবার নিয়ে নয়। বেতন বৈষম্য,  পাহাড়ীভাতাতে বৈষম্য, বাড়িভাড়া, চিকিৎসা ভাতাতেও বৈষম্য, ঈদ উৎসব ভাতাতেও বৈষম্য। শুধু বৈষম্য আর বৈষম্য। বৈষম্যের পাহাড়ে ভরা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জীবন। শিক্ষকদের জীবন হতে এই সকল বৈষম্য দূর করে ন্যায্য অধিকার দেয়ার আহবান জানানো হয় সমাবেশ থেকে।

আলোচনা সভার শুরুতে মাওলানা মোঃ নুরুন্নবী পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন, গীতা পাঠ করেন অঞ্জনা রাণী চৌধুরী এবং ত্রিপটক পাঠ করেন জয়েস চাকমা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments