বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগ"লংগদুর রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় কাবাডীতে জেলা চ্যাম্পিয়ন"

“লংগদুর রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় কাবাডীতে জেলা চ্যাম্পিয়ন”

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি)নিজস্ব প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৪ সকাল ১০ টায় রাঙ্গামাটি জেলা জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির আয়োজনে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাটি জেলা সদরের মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডীতে বালক গ্রুপে জেলা চ্যাম্পিয়ন লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ রাঙ্গামটি সদর উপজেলা।

রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদারের সভাপতিত্বে উক্ত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা।

উল্লেখ্য পার্বত্য রাঙ্গামাটি জেলার দশটি উপজেলা হতে উপজেলা পর্যায়ে ৬-৮ অক্টোবরের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তন্মধ্যে লংগদু উপজেলার প্রতিযোগিতা গত ৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বায়তুশশরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা রানার্স আপ হয়।

পুরষ্কার বিতরণী পূর্ব এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মাদ মোশাররফ হোসেন খান বলেন খেলাধুলা একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে যেমন একদিকে শরীর সুস্থ থাকে তেমনি মনকে প্রফুল্ল রাখে যা মেধা বিকাশে কার্যকরী ভুমিকা পালন করে। তাই সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি  খেলাধুলার মাধ্যমে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments