বাড়িবাংলাদেশেরংপুর বিভাগলালমনিরহাট জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জেলা পরিষদের নব নির্বাচিত...

লালমনিরহাট জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল।

রুমন হোসেন জিলহজ্ব,লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:

লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। তিনি বলেন পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের কাছে একটি অত্যন্ত আনন্দের ও খুশির দিন। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব।

পবিত্র রমজান মাসের ৩০ দিনের পবিত্র সিয়াম সাধনার পরে সওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এই বিশেষ দিনে লালমনিরহাট জেলার সকল মুসলিম ভাই মিলে সকল ঈদগাহ মাঠে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করার আহবান জানান। তিনি বলেন নামাজ শেষে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আলিঙ্গন করেন।

ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, বরং এটি একটি সকলের সাথে সকলের ভালোবাসা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতিরও বার্তা বহন করে থাকে। এই দিনে ধনী-গরীব সকলেই একসাথে ঈদের আনন্দ উপভোগ করে থাকেন। তিনি আরো বলেন লালমনিরহাট জেলায় কোন সন্ত্রাস, জঙ্গিবাদ, চোর-ডাকাত, মাদকের জায়গা হবে না।

এই সন্ত্রাস, জঙ্গিবাদ, ও মাদক মুক্ত করে সমাজ গড়ার লক্ষ্যে পুলিশ প্রশাসন ও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ করেন। পরে তিনি লালমনিরহাট জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments