
অপু হাসান। লালমোহন (ভোলা) নিজস্ব প্রতিনিধি :
ভোলার লালমোহনে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের মধ্য কালমা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শর্ট গানটি উদ্ধার করা হয়।
শুক্রবার ( ১০ জানুয়ারী) বেলা ১১টার সময় লালমোহন থানায় প্রেস ব্রিফিং করে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি গোয়েন্দা সংস্থার দেয়া গোপন তথ্যের ভিত্তিতে সেখানে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গিয়ে দেখতে পায় একটি ব্যাটমিন্টন ব্যাটের কাভারের মধ্যে শর্টগানটি পরে আছে। সেখানে কোনো গুলি পাওয়া যায়নি। তিনি আরো জানান, গত জুলাই-আগষ্টে বাংলাদেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র খোয়া যায়। এটি সে অস্ত্র কিনা তা খতিয়ে দেখার জন্য শর্টগানটি পুলিশ বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় কেউ জড়িত আছে কি না সে বিষয়টি বেড় করার জন্য পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে।