বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম জন্মদিন...

লালমোহনে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম জন্মদিন পালিত

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাঙালীর সব থেকে বড় অর্জন স্বাধীনতা,  এই স্বাধীনতার নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ। উপমহাদেশের রাজনৈতিক দলের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ  গণমানুষের কাছে একটি আদর্শ ও অনুভূতির নাম। বাংলাদেশে অসাম্প্রদায়িক, মানবিক ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে নেতৃত্ব দিয়ে আসছে।

তিনি (রবিবার ২৩ জুন) সকালে ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম জন্মদিন উপলক্ষে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।

এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন এমপি শাওন।

পড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি শাওন।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments