সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।
পরে সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত স্মৃতি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস স্টেশন, শান্তিগঞ্জ প্রেসক্লাব, মাধ্যমিক শিক্ষক সমিতি সহ আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এতে অংশ নেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, ফায়ার সার্ভিস স্ট্রেশন কর্মকর্তা জিসান আহমদ, জয়কলস হাইওয়ে পুলিশ ইনচার্জ সেলিম আহমদ,শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমরিুল ইসলাম মমতাজ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান সহ প্রমুখ। পরে শান্তিগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।