বাড়িএক্সক্লুসিভ নিউজশাবিতে ফেনসিডিলসহ অতিথি ভবনের গার্ড আটক

শাবিতে ফেনসিডিলসহ অতিথি ভবনের গার্ড আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ফেনসিডিলসহ এক গার্ডকে আটক করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এই গার্ডকে আটক করা হয়। তার নাম জাহিদ বলে জানা গেছে।

শিক্ষার্থীরা আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে পরে পুলিশের কাছে সোপর্দ করে।

জিজ্ঞাসাবাদকালে শিক্ষার্থীদের তিনি জানান, তার নাম জাহিদ। শাবিপ্রবির ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক মাজহারুল হাসান মজুমদার তাকে উপাচার্যকে ঔষধ দেওয়ার নাম করে তার হাতে প্যাকেট ধরিয়ে দেন। জাহিদকে সেটা উপাচার্যের কাছে পৌঁছে দিতে বলেন বলে জিজ্ঞাসাবাদে জানান তিনি।

এ বিষয়ে জানতে অধ্যাপক ড. মাজহারুল হাসানের সঙ্গে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments