শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম রক্তদান মূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর ১০২২ নং রুমে অতিথিদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় সঞ্চালনের সভাপতি আশরাফুল আলম আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন ইমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেম, ১২তম কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়া, ১৩তম কমিটির সাবেক সহ-সভাপতি দীপ্ত রনি সহ সংগঠনের বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সঞ্চালন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরণের স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। রক্ত সংগ্রহ করে মানুষের জীবন রক্ষায় সহায়তা করছে। দেখতে দেখতে আজ তেরটি বছর অতিক্রম করেছে সংগঠনটি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের।
সভাপতি আশরাফুল আলম আকাশ বলেন, ‘সঞ্চালন একটি রক্তদানমূলক সেচ্ছাসেবী সংগঠন। আমরা সবসময় চেষ্টা করি মানবতার হাত বাড়িয়ে দিতে। সবার সহযোগিতায় আমাদের কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। আশা করছি সবার ভালোবাসা আর আস্থা নিয়ে সঞ্চালন এগিয়ে যাবে অনেকদূর ৷