বাড়িঅন্যান্যশাবিপ্রবির 'রংপুর এসোসিয়েশন'র নেতৃত্বে আবীর-সবুজ

শাবিপ্রবির ‘রংপুর এসোসিয়েশন’র নেতৃত্বে আবীর-সবুজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘রংপুর এসোসিয়েশন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী আল-মুক্তাদীর আবীর ও সাধারণ সম্পাদক হিসেবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এস এম সবুজ মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গত সোমবার সন্ধ্যায় রংপুর এসোসিয়েশনে কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

এর আগে স্বাক্ষর করে ওই কমিটির অনুমোদন দেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জেনেটিক ইঞ্জিনয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ সাকিনুর ইসলাম মন্ডল, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জোবায়দা গুলশান আরা প্রমূখ।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দীপান্বিতা বর্মন বৃষ্টি, ইব্রাহীম প্রিন্স, মোহাম্মদ তানজিম রুবায়েত, যুগ্ম-সম্পাদক মো. হোসাইন সৈকত মুরাদ, তামিরুল মিসকাত, সহ-সাধারণ সম্পাদক শাফিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুর হাসনাত ইমন ও মিম ইসালাম।

এছাড়া কোষাধ্যক্ষ আসাদুল্লাহ আল গালিব, সহ-কোষাধ্যক্ষ মো. সায়েম, ক্রীড়া সম্পাদক রাসেল আহমেদ সহ-ক্রীড়া সম্পাদক শাকিল আহম্মেদ ও অমিত রায়, প্রচার সম্পাদক, সুমেল শাহ নেওয়াজ সম্পদ, সহ-প্রচার সম্পাদক মো. ফাহিম ও রিয়াদ হোসেন, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান, সহ-দপ্তর সম্পাদকঃ রাফিন চৌধুরী, পাপ্পু রায়, সাংস্কৃতিক সম্পাদক বরকত উল্লাহ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাম্মি ও রায়হানা, নারী বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার আইটি সম্পাদক মো. ফাহিম আহম্মেদ, সহ-আইটি সম্পাদক সাব্বির হোসাইন মনোনীত হয়েছেন।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. তানভীর রহমান, মো. মেহেদী হাসান, সৌমি, সেলিম, সাজিয়া ওয়াহিদ অর্পিতা, সুবাহ তাসনিম শশী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments