শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) ফ্র্যাটার্নিটির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি পদে ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আদিল বিন ইউসুফ ও সাধারণ সম্পাদক পদে ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী মো. আলী আজগর মনোনীত হয়েছেন। সভাপতি পদে পদাধিকার বলে সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ মনোনীত হয়েছেন।
শুক্রবার ( ৮ এপ্রিল) বিকেলে সিইপি ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে মো. সরোয়ার জামান এ তথ্য নিশ্চিত করেন।
কমিটিতে অন্যান্য পদে মনোনীত সদস্যরা হলেন কোষাধ্যক্ষ প্রভাষক ড. মো. ফকর উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মুনতাসির মামনু, সাংগঠনিক সম্পাদক মো. সাজিদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ সাকিবুল ইসলাম, মো. মুরাদ হোসাইন ও এসকে সালমান আলম, সাংস্কৃতিক সম্পাদক মো. মসিউর রহমান সজিব, সহ-সাংস্কৃতিক সম্পাদক দীপান্বিতা পাল দিপা ও কুন্তল শর্মা, ক্রীড়া সম্পাদক মো. রিয়াজ মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক আল আমিন, মামুনুর রশিদ মনুতাসির ও রবিউল আলম কিরণ, ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল সম্পাদক মো. আফিফ আবরার, সহ-ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল সম্পাদক নাফিসা আম্মিন চোধুরী, আজহার উদ্দিন শিহাব ও তমা রায়, প্রকাশনা সম্পাদক পদে জয়ী সাহা, সহ-প্রকাশনা সম্পাদক ইন্দ্রিতা মহলনবিশ, আব্দুল্লাহ আল নোমান ও সুমাইয়া তাবাসসুম মৌরিন, অফিস সম্পাদক সাদমান সাকিব আসিফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক কায়সার হামিদ, সহ-ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক তারান্নুম জাকিয়া, মো. আজমাইন নুর সাকিব ও নারী বিষয়ক সম্পাদক পদে নবনিতা মণ্ডল, রেহনুমা তারান্নুম ও জান্নাতুল মাওয়া ৷