বাড়িবাংলাদেশেখুলনা বিভাগশার্শায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

শার্শায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

মোঃ জাকির হোসেন, শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামে মুসা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ঐ গ্রামের মৃত আতাল হকের ছেলে।

গতকাল বৃহস্পতিবার ৩০ মে রাতে তাকে কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিনাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ জানান, মুসা মান্দারতলা বাজারের একটি চায়ের দোকানে বসেছিল। হঠাৎ দুটি মাইক্রোবাস এসে দোকানের সামনে রাখে।উক্ত মাইক্রোবাস থেকে নেমে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা মুসাকে এলোপাতাড়ি ভাবে দা দিয়ে কুপাতে থাকে। পরে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে তারা দ্রুত স্থান ত্যাগ করে। যাবার সময় দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয় যান বলে জানান ঐ ইউপি সদস্য।

এ ব্যাপারে শার্শা থানার এসআই মিজানুর রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শার্শা থানায় একটি মামলা হয়েছে। আজ ভোরে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে বলে জেনেছি। হত্যার সাথে জড়িতদের কে দ্রুত আটকের জন্য পুলিশি অভিযান চলছে বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments