বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগশিক্ষক দিবসে ভোলায় অবসরপ্রাপ্ত দশ শিক্ষককে সম্মাননা স্মারক দিলেন ব-দ্বীপ ফোরাম

শিক্ষক দিবসে ভোলায় অবসরপ্রাপ্ত দশ শিক্ষককে সম্মাননা স্মারক দিলেন ব-দ্বীপ ফোরাম

মোঃ রাফসান জানি, জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

মহান শিক্ষক দিবস উপলক্ষে, ভোলায় অবসরপ্রাপ্ত দশ শিক্ষক কে সম্মাননা স্মারক দিয়েছেন ভোলার উন্নয়নে নিবেদিত প্রাণ ব-দ্বীপ ফোরাম।

৫ই অক্টোবর মহান শিক্ষক দিবস উপলক্ষে, ভোলা শহরের উকিলপাড়াস্থ দি প্যাপিলন কনভেনশন সেন্টারে এই সম্মাননা স্মারক দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু তাহের, শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবু তাহের, মাসুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এ বি এম শামসুল হুদা, চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, স্বরাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল চন্দ্র মজুমদার, ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নূরনবী, আলীগাও এ গফুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব নুরু উদ্দিন ও আছিউর রহমান।

সম্মাননা স্মারক অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যান শিক্ষকরা। ব-দ্বীপ ফোরাম এর সাফল্য কামনা করেন সম্মাননা স্মারকপ্রাপ্ত শিক্ষকসহ অতিথিরা।

সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার পুলিশ সুপার শরীফুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ইউএনও সজল চন্দ্র শীল, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ।

ব-দ্বীপ ফোরাম এর আহ্বায়ক মশিউর রহমান রুপক এর সভাপতিত্বে প্রতিষ্ঠাতা মোশারফ অমির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন, কেন্দ্রীয় ছাত্রদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব-দ্বীপ ফোরাম এর সদস্য সচিব নাকিব চৌধুরীপ্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments