
মতিউর রহমান, শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই ঢাকা :
দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের জীবন ও জীবিকা, শিল্প ও সংস্কৃতি বিষয়ের একক ও দলীয় অভিজ্ঞতা অর্জন করে।এই বয়সেই তারা বাড়ি, গাড়ি,জাহাজ,হেলিকপ্টার, বিমান সহ বিভিন্ন স্থাপনা তৈরি করতে পারেন কাগজ ও হার্ডবোর্ড দিয়ে ।
আমরা ধামরাইয়ের বিভিন্ন স্কুলে এই বুদ্ধি বিকাশের কাজগুলো শিক্ষার্থীদের করতে দেখেছি। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা এস এ মডেল স্কুলে গিয়ে আমরা শিক্ষার্থীদের একই কার্যক্রম দেখেছি। এখানে শিক্ষার্থীরা শিপ,ভবন,পদ্মা সেতু, ঘরবাড়ি তৈরি করেছে কাগজ, হার্ডবোর্ড দ্বারা।এবার এস এ মডেল স্কুল জলসীন এখানে পাশের হার ৯৫%।
এ প্লাস পেয়েছে ১৫%। শিক্ষার্থীদের কিছু জীবন ও জীবিকা বিষয়ের একক ও দলীয় কাজের ক্ষুদ্র পরিকল্পনায় বিশাল স্থাপনা গুলো তৈরি করেছে তার কিছু চিত্র আমরা তুলে ধরেছি।