বাড়িবাংলাদেশেঢাকা বিভাগশিবচরে ১৫ জেলে আটক, জেল-জরিমানা।

শিবচরে ১৫ জেলে আটক, জেল-জরিমানা।

মোঃ আজিজুল হক, শিবচর উপজেলা প্রতিনিধি মাদারীপুরঃ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করেছে পুলিশ।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ১০ জনকে ৮ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার(২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৫ জেলেকে আটকসহ ৪০ হাজার মিটার জাল জব্দ করেন তারা। ওই ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ রক্ষায় রোববার সকাল থেকে রাত পর্যন্ত পদ্মানদীতে অভিযান চালায় মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন ও নৌপুলিশ। দুপুর পর্যন্ত অভিযানে ৫ জেলেকে আটক করা হয়। এসময় ৩০ কেজি ইলিশ ও ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এরপর দুপুর থেকে রাত পর্যন্ত অভিযানে ১৫ জন জেলেকে আটক এবং ১ লাখ ৩০ হাজার মিটার কারেণ্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত ইলিশ স্থানীয় ২ টি এতিমখানায় বিতরন করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ জেলের ১০ জনকে ৮ দিনে কারাদন্ড প্রদান করা হয় এবং ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments