বাড়িরংপুর বিভাগরংপুর জেলাসন্তানের জন্য ঈদের কাপড়ের টাকা যোগারে গিয়ে নি:স্ব প্রতিবন্ধী বানেছা: আগুনে পুড়লো...

সন্তানের জন্য ঈদের কাপড়ের টাকা যোগারে গিয়ে নি:স্ব প্রতিবন্ধী বানেছা: আগুনে পুড়লো তার সম্বল

মোঃ জমির উদ্দিন, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
সামনে ঈদ, তাই ছেলে-মেয়ের জন্য নতুন কাপড় কেনার জন্য আলু তোলার কাজে গিয়েছিলেন প্রতিবন্ধী বানেছা বেগম। সঙ্গে ছিলেন তার মা ও দুই সন্তানও। কাপড়ের টাকা যোগার করতে গিয়ে বানেছা বেগম এখন পথের ফকির। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার গোছালো সংসার। গত সোমবার বিকেলে আগুন লেগে ৩ টি ঘরসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারেননি এলাকাবাসী। 
পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের নিজ পাড়া গ্রামে বাচ্চু মিয়ার মেয়ে প্রতিবন্ধী বানেছা বেগমের বাড়ি। তার স্বামী নেই। দুই সন্তান রেখে আগেই ছেড়ে গেছেন স্বামী। বৃদ্ধ পিতা বাচ্চু মিয়া ফেনীতে রিকসা চালান। অতিকষ্টে দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে চলছিল তার সংসার। সামনে ঈদ! তাই ছেলে-মেয়ের নতুন কাপড় ও খরচের টাকা যোগারে বাড়ির পাশে এক ব্যক্তির আলু তোলার কাজে যান বানেছা বেগম। একই কাজে দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে যান। সোমবার বিকেলে হঠাৎ দেখতে পান তার গোছালো বাড়িঘরে দাউ দাউ করে আগুন জ¦লছে। দ্রুত ছুটে এসে হাউমাউ করে কাঁন্না ছাড়া কোন কিছুই করার ছিল না তার। আগুনের লেলিহান শিখা কাছে ভিড়তে দেয়নি এলাকাবাসীকে। মাত্র ৩০ মিনিটে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বানেছা বেগমের।
স্থানীয় এলাকাবাসী ঈসা খাঁন বলেন, কোথা থেকে আগুন লেগেছে, কেউ জানে না। চৈত্র মাসে প্রখর রোদের কারণে আগুনের লেলিহান শিখা ছিল ভয়াবহ। কেউ কাছে এগুতে পারেনি। কাছে কোন পুকুর কিংবা ডোবাও ছিল না।
প্রতিবেশি জয়নাল মিয়া বলেন, গরীবের বিপদের শেষ নাই। এই অসহায় পরিবারটি এখন পথের ফকির হয়ে গেছে। তাকে দেখার মত কেউ নাই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অসহায় বানেছা বেগমের পাশে দাড়ানোর জন্য। 
প্রতিবন্ধী বানেছা বেগমের মা মর্জিনা বেগম বলেন, আমার স্বামী ফেনীতে রিকসা চালায়। মেয়ের জামাই নেই, সে বাক প্রতিবন্ধী। দুই নাতীর নতুন জামা কেনার টাকার যোগার করতে গিয়ে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন নি:স্ব। এমন কোন কিছু নেই যে, দুইদিন চলবো।
পীরগাছা উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত ষ্টেশন অফিসার আল আমিন বলেন, আমরা দেরিতে খবর পেয়ে গিয়ে দেখি সব শেষ। সঠিক সময়ে খবর পেলে কিছু বাচানো যেত। পরে আগুন নিয়ন্ত্রণ করে চলে আসি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments