বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসন্দ্বীপে অসহায় - গরীবদের জন্য অতিথিশালার উদ্ভোদন --বিনা পয়সায় থাকতে পারবেন রোগী...

সন্দ্বীপে অসহায় – গরীবদের জন্য অতিথিশালার উদ্ভোদন –বিনা পয়সায় থাকতে পারবেন রোগী ও স্বজনরা।

রিদুয়ানুল বারী – সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি।

“সবার উপরে মানুষ সত্য

তাহার ওপরে নাই ”

এই স্লোগান বুকে ধারন করে ৪ এপ্রিল, ২০২৪ খ্রি: চট্টগ্রামের হালিশহরে অসহায় দরিদ্র সন্দ্বীপ বাসীদের জন্য শুভযাত্রা হলো “আমাদের অতিথিশালা” নামক বিশ্রামগারের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম সারোয়ার জাহান, প্রভাষক ফসিউল আলম, সমাজকর্মী মোহাম্মদ আলী, নাজমুল হাসান, ইমদাদ হাসান, মিলাদ, রহিম, আব্দুল্লাহ আল মাছুম, আশ্রাফ উল্ল্যাহ টিটু, মান্নান নাবিল, শিমুল, আরিফ, সাইমুন, নজরুল, মাছুম, শাওন, শাকিল, জিসান সহ অনেকে।

দেশ উন্নত হয়েছে, প্রবেশ করেছে স্মার্ট যুগে।কিন্তু এই স্মার্ট যুগেও চারদিকে সমুদ্রবেষ্টিত সন্দ্বীপের চিকিৎসা ব্যবস্থা খুবই জরাজীর্ণ ।এখানে নামে মাত্র হাসপাতাল থাকলেও আইসিইউ নেই। নেই ভালো মানের চিকিৎসা সরঞ্জামও। সন্ধ্যা হলেই এখানকার রোগীদের ইমার্জেন্সি বলতে যা বুঝায় তা হলো রাত পোহালে পরবর্তী দিন প্রমত্তা সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম শহরে হাসপাতালে নিয়ে যাওয়া। রাত বিরাতে জটিল রোগীকে সাগর পাড়ি দিয়ে আসতে হয় চট্টগ্রাম শহরে। কিন্তু শহরে থাকার মতো অনেকের কোন ব্যবস্থা থাকে না। গরীব, অসহায় যারা তাদের এ নিয়ে পোহাতে হয় দুর্ভোগ।

শুধু থাকার সু-ব্যবস্থা না থাকায় অনেক প্রসুতি মা কিংবা অপারেশনের রোগী পাড়ি দিতে চান না উত্তাল সমুদ্র। আসতে চান না চট্টগ্রাম। এজন্য মৃত্যুর মুখেও পড়তে হচ্ছে অনেক রোগীকে।

অসহায় এসব মানুষের সহায় হতে এগিয়ে এসেছে দ্বীপের মানবিক কিছু সমাজকর্মী। অনেকের ঘাম, অর্থ, শ্রম আর পরামর্শে গড়ে তুলেছেন “আমাদের অতিথিশালা”। সবার দেয়া এই শক্তি, সাহস ও ভালোবাসা কে একই ফ্রেমে গেঁথেছেন মুল উদ্যোক্তা Jahed Hasan নামের এক তরুণ । সব ভালোকে এক করে তিনি গড়ে তুলেছেন একটি অতিথিশালা; যেখানে বিনা ভাড়ায় থাকতে পারবেন রোগী ও তার স্বজন।

প্রবাসে থাকা দ্বীপের কিছু মানবিক সন্তান ও পরিচিত বন্ধু বান্ধবরা এগিয়ে আসায় আলোর মুখও দেখেছে এই অতিথিশালা। হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন।

এই মহতী উদ্যোগের সাথে যারা জড়িত রয়েছেন : দুবাই প্রবাসী মো: ওমর ফারুক, আমেরিকা প্রবাসী মোহাম্মদ হামিদ, সৌদিআরব প্রবাসী হাসান আল নাহিয়ানরা, আকিব, আজিম রুদবী, শাকিল, জিসান, এমকে মিশন, সাংবাদিক অপু ইব্রাহিম, সাইমুন, মহি উদ্দিন রাকিব, হাসান, সোহেন, মিলাদ, পাভেল ওয়াহিদ, নজরুল, রাশেদ আবির, ফাহাদ চৌধুরী, সাফাতুল কবির রিয়েলসহ আরও অনেকে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments