বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসন্দ্বীপে সিরিয়াল ডাকাতিতে জড়িত ৫ আসামী লুণ্ঠিত ৯ ভরি স্বর্ণসহ গ্রেফতার-

সন্দ্বীপে সিরিয়াল ডাকাতিতে জড়িত ৫ আসামী লুণ্ঠিত ৯ ভরি স্বর্ণসহ গ্রেফতার-

রিদুয়ানুল বারী, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপে বাউরিয়া ইউনিয়নে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় চট্টগ্রাম আন্ত:জেলা ডাকাত সহ ৫ ডাকাত কে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী সন্দ্বীপ থানাধীন মুছাপুর ইউনিয়নের ধোপারহাট বাজারের দিপা জুয়েলার্সের স্বাধিকারী স্বর্ণকার দিলিপ চন্দ্র বনিক(৪৮) পিতা নিখিল চন্দ্র বনিক,মাতা- দুর্গা রানী বনিক সাং মাইটভাঙ্গা এর কাছ থেকে লুণ্ঠিত ৯ ভরি ২ আনা স্বর্ন উদ্ধার করা হয়। আসামীদের ঘর থেকে একটি রেডমি এ মডেলের এনড্রয়েড মোবাইল, ১ টি স্যামসাং এনরয়েড মোবাইল,এবং ডাকাতির সময় ব্যবহৃত ১ টি মোটরসাইকেল, ১ টি বাইসাইকেল, আরি ব্লেড,লোহার কোরাবারি, স্ক্রু, গামছা এসবের উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ৫ ডাকাত হচ্ছে( ১) নুরুল আবছার (৩৪), পিতা- মৃত আব্দুল নবী, মাতা- বিবি জয়নাব,মগধরা ৩ নং ওয়ার্ড,সন্দ্বীপ২) মো: সোহেল (৩০) পিতা- ইদ্রিস আলম,মাতা- ঝরনা বেগম, কলির গো বাড়ি, বাউরিয়া,সন্দ্বীপ। ৩) মো: রুবেল (৩৩), পিতা- মৃত মনির উদ্দিন,মাতা: রোকেয়া বেগম, ইউসুফ ভেন্ডারের বাড়ি, কালাপানিয়া ৮ নং ওয়ার্ড,সন্দ্বীপ। ৪) মো: মিজানুর রহমান (৫৩) পিতা- শফি উল্যাহ,মাতা- কাঞ্চননুর,মগধরা ৬ নং ওয়ার্ড, অহিদ সুকানির বাড়ি,সন্দ্বীপ। ৫) মো: সিরাজ(৪১) পিতা- মোহাম্মদ বাহার,মাতা- পেয়ারা বেগম পাখি,উড়িরচর ৬ নং ওয়ার্ড,সন্দ্বীপ।

সন্দ্বীপ কোর্টের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে ফৌ:কা: বি: মোতাবেক আসামিদের জবানবন্দি এবং সন্দ্বীপ থানার ওসি কবির হোসেনের প্রেসব্রিফিং এ জানা গেছে ডাকাত দল ঘটনার ২/৩ দিন আগেই ডাকাতির পরিকল্পনা করে। তদন্তে প্রকাশ পায় আসামি সোহেল এবং রুবেল দূরসম্পর্কের আত্মীয়। ঘটনাস্থলের পাশেই সোহেল রানার বাড়ি।পরিকল্পনা অনুযায়ী তারা গভীর রাতে ৬/৭ জন হাফ প্যান্ট ও এক সাইজ গেন্জি পরে ১৫ মার্চ দিনগত রাতে বাউরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্হ এটিএম শামসুল আলমের বাড়ির মো: আক্তার হোসেন মামুন এর বসত বিল্ডিং এর ছাদের সিঁড়ির লোহার দরজার ছিটকিনি কেটে সু কৌশলে বিল্ডিং ঘরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোশ লাগানো অবস্থায় ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনায় চট্টগ্রাম এর সন্দ্বীপ থানায় এফআইআর নং-৬, তারিখ -১৫ মার্চ ২০২৪, জি আর নং -২৪ ৩৯৫/৩৯৭ প্যানেল কোড ১৮৬০ মোতাবেক মামলা করা হয়। ঘটনার তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments