
মোঃ কাউছার মিয়া,মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও মনোহরদী উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার, সোনালী ব্যাংক কর্মকর্তা গোতাশিয়া নিবাসী মরহুম আব্দুস সোবাহান সাহেবের সুযোগ্য পুত্র “দেলোয়ার হোসেন পাভেল” কে জনগণ তাদের এবং সময়ের প্রয়োজনে আসন্ন উপজেলা নির্বাচনে মনোহরদী উপজেলার ভাইস চেয়ারম্যান পদের জন্য মনোনীত করেছেন।
স্থানীয় দের বক্তব্য অনুযায়ী “দেলোয়ার হোসেন পাভেল” সাহেব এর পরিবার স্বাধীনতার পূর্ব থেকে মনোহরদী তথা সারা বাংলাদেশের কল্যানে কাজ করে গেছেন।পরবর্তীতে তারই ধারাবাহিকতায় “দেলোয়ার হোসেন পাভেল” সাহেব উনার অবস্থান থেকে মনোহরদী উপজেলার সর্বস্তরের মানুষের জন্য সবসময় নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন।আমরা যে কোন প্রয়োজনে উনাকে আমাদের পাশে পাই।মাননীয় শিল্প মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব এবং উনার পরিবারের পর মনোহরদী উপজেলার জন্য একমাত্র “দেলোয়ার হোসেন পাভেল” এবং উনার পরিবার কে আমরা কাছে পেয়েছি আর তাই আমাদের সর্ব-পুরি উন্নয়ন এর জন্য এবং সময়ের প্রয়োজনে “দেলোয়ার হোসেন পাভেল” সাহেবকে আমরা আমাদের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি।আমরা মনোহরদী উপজেলার সর্বস্তরের জনগণ নিজ নিজ অবস্থান থেকে “দেলোয়ার হোসেন পাভেল” সাহেব এর জন্য কাজ করব এবং মনোহরদী উপজেলার ভাইস চেয়ারম্যান পদটিতে “দেলোয়ার হোসেন পাভেল” সাহেব কে জয়যুক্ত করে মাননীয় শিল্প মন্ত্রী মহোদয় এবং “দেলোয়ার হোসেন পাভেল” সাহেব কে উপহার দিব ইনশাআল্লাহ।
হঠাৎ করে নির্বাচনের মাঠে সরব ভূমিকার বিষয়ে জনাব,দেলোয়ার হোসেন পাভেল সাহেব এর সাথে কথা বলে জানা যায়,নির্বাচনে আসা এবং প্রার্থী হওয়ার বিষয়ে আমার কিংবা আমার পরিবারে কোনধরনের ইচ্ছা ছিল না।আসন্ন উপজেলা নির্বাচনে আমার প্রার্থী হওয়াটা নিতান্তই কাকতালীয় আর সেটা জনগনের অনুরোধে।আমি এবং আমার পরিবার সবসময় চেষ্টা করেছি কোন পদ-পদবী কিংবা স্বার্থ ছারা জনগনের পাশে থাকতে এবং সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মনোহরদী তথা সারা বাংলাদেশের উন্নয়নে কাজ করে যেতে আর সেটা ভবিষ্যতে ও বাজায় থাকবে ইনশাআল্লাহ।মহান আল্লাহর অশেষ রহমত এবং মানুষের ভাল-বাসায় যদি আমি আসন্ন উপজেলা নির্বাচনে মনোহরদী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে জয়ী হতে পারি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় শিল্প মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেবের হাত কে শক্তিশালী করতে মনোহরদী উপজেলা টি কে একটি স্মার্ট উপজেলা হিসেবে তৈরি করব ইনশাআল্লাহ।
জনগনের ঐকান্তিক ইচ্ছায় দেলোয়ার হোসেন পাভেল সাহেব এর নির্বাচনে আসাটা একটি নজিরবিহীন ঘঠনা।যা হয়তবা সারা বাংলাদেশে বিরল।